উত্তরখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩

দগ্ধরা হলেন- আব্দুল মালেক (৭০), তার স্ত্রী নাজমা বেগম (৪৫) ও তাদের নাতি সাফওয়ান (৫)।

উত্তরখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর উত্তরখান থানার বড়বাগ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন।

বুধবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরের দগ্ধ অবস্থায় তাদের রাত আড়াইটার সময় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 

দগ্ধরা হলেন- আব্দুল মালেক (৭০), তার স্ত্রী নাজমা বেগম (৪৫) ও তাদের নাতি সাফওয়ান (৫)।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক-সার্জন ডা. এসএম আইউব হোসেন ঢাকা পোস্টকে বলেন, গভীর রাতে উত্তরখান থেকে দগ্ধ অবস্থায় শিশুসহ একই পরিবারের তিন জন আমাদের এখানে এসেছে। এদের মধ্যে শিশু সাফওয়ানের শরীরের ১৮ শতাংশ দগ্ধ, আব্দুল মালেকের শরীরের ২০ শতাংশ দগ্ধ ও নাজমা বেগমের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিন জনের জরুরি বিভাগের অবজারভেশনে চিকিৎসা চলছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom