ইউক্রেনের হামলায় দোনেৎস্কের দুই বিদ্যুৎকেন্দ্র ধ্বংস
রুশ অধিকৃত দোনেৎস্ক অঞ্চলের দুটি বিদ্যুৎকেন্দ্র ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে
প্রথম নিউজ, ডেস্ক : রুশ অধিকৃত দোনেৎস্ক অঞ্চলের দুটি বিদ্যুৎকেন্দ্র ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে।
রোববার ওই অঞ্চলের রুশপন্থি প্রশাসক এ তথ্য নিশ্চিত করেছে। এগুলো তাপবিদ্যুৎ কেন্দ্র ছিল। খবর আরব নিউজের।
জোহরেস ও নভিসিভিট তাপবিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের ওই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস জানিয়েছে, নভিসিভিট তাপবিদ্যুৎ কেন্দ্রে ধ্বংসস্তূপের নিচে দুজন চাপা পড়ে আছেন।
তবে রুশনিয়ন্ত্রিত ওই অঞ্চলে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews