আ’লীগের সম্মেলনে বন্ধ আখাউড়া স্থলবন্দর
স্থলবন্দরের প্রধান উপদেষ্টা তাকজিল খলিফা কাজল সাধারণ সম্পাদক পদপ্রার্থী হওয়ায় আজ সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে এক নোটিশে জানানো হয়েছে।
প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়া: প্রায় ১০ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। এই সম্মেলনে স্থলবন্দরের প্রধান উপদেষ্টা তাকজিল খলিফা কাজল সাধারণ সম্পাদক পদপ্রার্থী হওয়ায় আজ সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে এক নোটিশে জানানো হয়েছে।
এরইমধ্যে গত বৃহস্পতিবার (১০ মার্চ) আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা সাক্ষরিত নোটিশে ব্যবসায়ীদের এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।
নোটিশ জারি করা ওই দুই সংগঠনের প্রধান উপদেষ্টা আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। আওয়ামী লীগের ওই সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন তিনি। তাই সম্মেলনে স্থলবন্দরের সকল আমদানি-রপ্তানিকারক ও কর্মচারীদের উপস্থিতির লক্ষ্যেই পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার কথা নোটিশে বলা হয়েছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বন্দরকেন্দ্রিক দুই সংগঠনের প্রধান উপদেষ্টা পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। সেজন্য সম্মেলনের দিন আজ শনিবার (১২ মার্চ) আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সম্মেলনের পর আগামীকাল রোববার (১৩ মার্চ) থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি চলবে।
তবে সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী ও আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, আমি কোনো ব্যবসায়ীদের দোকানপাঠ বন্ধ রাখতে বলিনি। শুধু আমার নিজ গ্রামের মানুষদের বলেছি সকাল থেকে দুপুর পর্যন্ত সম্মেলনে উপস্থতি থাকতে।
আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে প্রতিদিন গড়ে ৪-৫ কোটি টাকা মূল্যের হিমায়িত মাছ, রড, সিমেন্ট, ভোজ্যতেল, তুলা ও ফলমূলসহ বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে। গতবছরের আগস্ট মাস থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি শুরু হয়েছে। এখন নিয়মিত চাল ও গম আসছে ভারত থেকে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews