আরও ১০ দিনের রিমান্ডে পি কে হালদার

ভারতীয় গোয়েন্দা সংস্থা (ইডি) নতুন করে হালদারের ১৪ দিনের রিমান্ড আবেদন করলে সিবিআই স্পেশাল কোর্টের বিচারক মাসুক হোসেইন খান ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে দুই দফায় তার মোট ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হলো।

আরও ১০ দিনের রিমান্ডে পি কে হালদার
ফাইল ফটো

প্রথম নিউজ ডেস্ক: বাংলাদেশে অর্থ কেলেঙ্কারির অন্যতম হোতা প্রশান্ত কুমার হালদারকে জিজ্ঞাসাবাদের জন্য ফের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে কলকাতার একটি আদালত। ভারতীয় গোয়েন্দা সংস্থা (ইডি) নতুন করে হালদারের ১৪ দিনের রিমান্ড আবেদন করলে সিবিআই স্পেশাল কোর্টের বিচারক মাসুক হোসেইন খান ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে দুই দফায় তার মোট ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হলো।

আদালতের সরকারি আইনজীবী ও আসামিপক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ নেন। সরকারি পক্ষের আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, ১৪ দিনের বদলে ১০ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে আসামি পক্ষের দাবি চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়েছে। 

তাকে জিজ্ঞাসাবাদের তিনটি বিষয়ে অনুমতি চেয়েছে ইডি। সেগুলো হলো- চার্জশিট ছাড়া হেফাজতে রেখে দেওয়ার অনুমতি, দেশ ও দেশের বাইরে তদন্তের স্বার্থে যেখানে খুশি অভিযুক্তদের নিয়ে যাওয়ার অনুমতি এবং ঘটনার সঙ্গে সম্পর্কিত জড়িতদের জিজ্ঞাসাবাদের অনুমতি। 

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে ভারতে পালিয়ে থাকা পি কে হালদারকে শনিবার দুপুরে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগরের একটি বাড়ি থেকে গ্রেফতার করে ইডি। সেদিন আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে চারজন বাংলাদেশি। তারা হলেন- প্রীতিশ কুমার হালদার ও তার স্ত্রী (নাম জানা যায়নি), উত্তম মিত্র ও স্বপন মিত্র। এছাড়াও প্রণব হালদার নামে এক ভারতীয়কে গ্রেফতার করে ইডি। পরবর্তীতে সঞ্জীব হালদার নামে একজনকে আটক করার কথা জানায় ইডি। তিনি পি কে হালদারের সহযোগী সুকুমার মৃধার জামাই।

ভারতে হালদারেরবিপুল সম্পদের খোঁজ পাওয়ার কথা জানিয়েছেন ইডি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom