প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ভারতের আদানি পাওয়ারের সরবরাহকৃত বিদ্যুতের বিপরীতে সব বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ সরকার। এখন পর্যন্ত ৪৩ কোটি ৭০ লাখ ডলার বকেয়া পাওনা মিটিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি)। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত যে বকেয়া ছিল, তা সম্পূর্ণভাবে পরিশোধ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত আদানি পাওয়ারের বকেয়ার সবচেয়ে বড় কিস্তিটি পরিশোধটি করা হয়েছে জুনে। এর আগে সাধারণত প্রতি মাসে কোম্পানিটি বাংলাদেশ থেকে গড়ে ৯ থেকে ১০ কোটি ডলার করে পেত।
ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করছে আদানি পাওয়ার। সূত্র জানিয়েছে, সব পাওনা পরিশোধ হওয়ায় এখন ঢাকা কর্তৃপক্ষ আদানিকে নির্দেশ দিয়েছে, ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিটই (মোট ১ হাজার ৬০০ মেগাওয়াট) যেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চাহিদা অনুযায়ী চালু রাখা হয়।