আজ থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু
: আজ থেকে শুরু হচ্ছে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা
প্রথম নিউজ, ঢাকা : আজ থেকে শুরু হচ্ছে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা। প্রতিদিন আন্তঃনগর ট্রেনে প্রায় ২৯ হাজার যাত্রী লোকাল মেইল ও কমিউটার ট্রেনে প্রায় ৩৫ হাজার যাত্রী রাজধানী ছাড়বেন।
এদিকে ঈদযাত্রার পূর্বপ্রস্তুতি দেখতে রোববার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
মন্ত্রী বলেন, টিকিটবিহীন যাত্রীদের আর ট্রেন ভ্রমণের সুযোগ নেই। প্রত্যেক যাত্রীকে টিকিট দেখিয়ে স্টেশনে প্রবেশের অনুমতি নিতে হবে। টিকিটবিহীন যাত্রী প্রবেশ বন্ধে ঢাকামুখী ট্রেনগুলো এবার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে থামবে না। এবারই প্রথমবারের মতো শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করা হয়েছে। তাছাড়া যাত্রার দিনে স্ট্যান্ডবাই টিকিট দেওয়া হবে।
বাংলাদেশ রেলওয়ের তথ্যমতে, ঈদযাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না। ঈদের ১০ দিন আগে ও ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুন কার সংযোজন করা হবে না।
5
Shares
facebook sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttontwitter sharing button