অর্থপাচার মামলায় গোল্ডেন মনিরকে জামিন দেননি হাইকোর্ট
একইসঙ্গে আগামী তিন মাসের মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) এ মামলায় চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
প্রথম নিউজ, ঢাকা: অর্থপাচার মামলায় মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে জামিন দেননি হাইকোর্ট। একইসঙ্গে আগামী তিন মাসের মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) এ মামলায় চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। তার জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে আজ সোমবার (১১ এপ্রিল) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কেএম আমিন উদ্দিন মানিক।
এর আগে ২০২০ সালের ১১ মে মনিরসহ ১০ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে বাড্ডা থানায় মামলাটি দায়ের করেন সিআইডির পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম। মামলায় মানি লন্ডারিংয়ের অভিযোগে মনিরের স্ত্রী, ছেলে, মেয়ে ও বোনকেও আসামি করা হয়। পরে এ মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে অর্থপাচার মামলায় গোল্ডেন মনিরের জামিন প্রশ্নে গত ১৫ ডিসেম্বর রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুলটি খারিজ করে দিলেন হাইকোর্ট।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews