৫০ চার আর ২২ ছক্কায় মুস্তাকিমের ৪০৪!

প্রথম নিউজ, খেলা ডেস্ক: স্কুল ক্রিকেটে বিধ্বংসী এক ইনিংস খেললেন মুস্তাকিম। একাই ৪০৪ রান করেছেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এই ছাত্র। ১৭০ বলের ইনিংসে তিনি হাঁকিয়েছেন ৫০ চার আর ২২ ছক্কা। বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে, কোন ব্যাটসম্যানের ৪০০ রানের ঘটনা এটাই প্রথম। আজ সেন্ট গ্রেগরী স্কুলের বিপক্ষে ক্যামব্রিয়ান আগে ব্যাটিং করে ৫০ ওভারে ৭৭০ রান করে। মুস্তাকিমের ৪০৪ ছাড়াওই ডাবল সেঞ্চুরি করেন সাদ পারভেজ। তার ব্যাট থেকে আসে ১২৪ বলে ২৫৬ রান। তিনি হাঁকান ৩২ চার ও ১৩ ছক্কা।