হাতের চোটে ২১ দিন মাঠের বাইরে শরিফুল
টেস্টের চতুর্থ দিন বিকেলে ব্যাটিং করার সময় ডান হাতে চোট পান শরিফুল ইসলাম
প্রথম নিউজ, ডেস্ক : বুধবার চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন বিকেলে ব্যাটিং করার সময় ডান হাতে চোট পান শরিফুল ইসলাম। এই ইনজুরির কারণে চলমান এই টেস্ট তো বটেই, শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ২৩ মে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টেও পাওয়া যাবে না তাকে। হাতে ব্যান্ডেজ করা হয়েছে, অন্তত ২১ দিন মাঠে নামতে পারবেন না এই বাঁহাতি পেসার।
ঢাকা পোস্টকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘গতকাল শরিফুল হাতে যে চোট পায় সেখানে ফ্র্যাকচার ধরা পড়েছে। আপাতত তার হাতে ব্যান্ডেজ করা হয়েছে। এখন চট্টগ্রামে আছে। এটা ২১ দিন পর খোলা হবে। সেক্ষত্রে শ্রীলঙ্কা সিরিজে তাকে আর পাওয়া যাবে না। আগামীকাল শরিফুলকে আমরা ঢাকায় নিয়ে আসব। এখানে তার পরবর্তী চিকিৎসা চলবে।’
বুধবার ম্যাচের চতুর্থ দিনের তৃতীয় সেশনে বাংলাদেশের প্রথম ইনিংসের ১৬৭তম ওভারে লঙ্কান পেসার কাসুন রাজিথাকে খেলতে গিয়ে শরিফুল ডান হাতে ব্যথা পান। শেষ ব্যাটসম্যান হওয়ায় সেই ব্যথা নিয়ে খেলতে থাকেন তিনি। কিন্তু ইনিংসের ১৭১তম ওভারে ব্যাট করার সময় ব্যথার তীব্রতা বেড়ে গেলে আর খেলা চালিয়ে নিতে পারেননি শরিফুল।
সেই চোটে গতকাল বল হাতে নিতে পারেননি তিনি। আজ জানা গেল, পরীক্ষায় তার হাতে চিড় ধরা পড়েছে। এজন্য অন্তত ৩ সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে এই তরুণ পেসারকে।
শরিফুল ছিটকে গেলেও তার পরিবর্তে চট্টগ্রাম টেস্টে কোনো বোলার বা ব্যাটসম্যান নামাতে পারবে না বাংলাদেশ দল। আইসিসির নিয়ম অনুযায়ী মাথায় আঘাত পেলে বা করোনায় আক্রান্ত হলে বদলি খেলোয়াড় নামাতে পারবে যেকোনো দল। যে কি না ব্যাটিং-বোলিং সবই করতে পারবে। শরিফুলের পাওয়া আঘাত ছিল হাতে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews