মেক্সিকোতে মহাসড়কে বাস উল্টে নিহত ১১

 মেক্সিকোতে মহাসড়কে বাস উল্টে নিহত ১১

প্রথম নিউজ, অনলাইন: মেক্সিকোর একটি মহাসড়কে একটি বাস উল্টে ১১ জন নিহত এবং ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় নাগরিক সুরক্ষা বিভাগ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, উত্তর-পূর্ব নুয়েভো লিওন রাজ্যের হুয়ালাহুইসেস শহরে ওই দুর্ঘটনা ঘটেছে।

বাসটি প্রতিবেশী রাজ্য তামাউলিপাসের ট্যাম্পিকোর দিকে যাচ্ছিল বলে জানিয়েছে সংস্থাটি। গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, যাত্রীদের বেশিরভাগই ওই এলাকার পর্যটক।

গত কয়েক বছরে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট জানিয়েছে, ২০২০ সাল থেকেই মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। যানবাহনের সঠিক রক্ষণাবেক্ষণের অভাব, বিপজ্জনক ড্রাইভিং বা মোটরচালকদের ক্লান্তির কারণে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ক্যাম্পেচেতে একটি ট্রাক এবং একটি বাসের মধ্যে সংঘর্ষে ৩৮ জন নিহত হয়। এটি ছিল সবচেয়ে মারাত্মক দুর্ঘটনাগুলোর মধ্যে একটি। এছাড়া গত বছরের ২৪ ফেব্রুয়ারি উত্তর-মধ্য রাজ্য সান লুইস পোটোসিতে একটি সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। এর মধ্যে চারজনই ছিল শিশু।

এর আগে গত বছরের ১৯ ফেব্রুয়ারী কুইন্টানা রু, তুলুমের বীচ রিসোর্ট এবং পুয়ের্তো অ্যাভেনতুরাস শহরের সংযোগকারী একিটি হাইওয়েতে দুর্ঘটনায় আর্জেন্টিনার পাঁচ পর্যটক এবং একজন মেক্সিকান নাগরিক মারা যান।