৪ সদস্যের বৃটিশ পার্লামেন্টারি দল আসছে শনিবার, যাবে সিলেট ও কক্সবাজারে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র রাতে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রথম নিউজ, অনলাইন: কনজারভেটিভ ও লেবার পার্টির মিশেলে গঠিত ৪ সদস্যের একটি বৃটিশ পার্লামেন্টারি প্রতিনিধি দল চারদিনের সফরে ঢাকা আসছে কাল (শনিবার)। সফরকালে তারা কক্সবাজারস্থ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে করবেন। পাশাপাশি সিলেট অঞ্চল ঘুরে দেখবেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র রাতে এ তথ্য নিশ্চিত করেছে। নিরাপত্তাজনিত কারণে প্রতিনিধি দলের সদস্যদের নাম-পরিচয়ের বিস্তারিত এখনই প্রকাশ না করলেও সূত্র জানিয়েছে, শনিবার ভোরে তারা ঢাকা পৌঁছাচ্ছেন। সফরকালে প্রতিনিধি দলটি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে নৈশভোজে অংশ নেবে। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ চেয়েছেন তারা। তবে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সরকার প্রধান এবং স্পিকারের অ্যাপয়েনমেন্ট চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।