৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের অনুমতি পেয়েছে বিএনপি

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান।

৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের অনুমতি পেয়েছে বিএনপি
৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের অনুমতি পেয়েছে বিএনপি

প্রথম নিউজ, অনলাইন: আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের অনুমতি পেয়েছে বিএনপি।  মঙ্গলবার সন্ধ্যায় এ অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।  এর আগে সন্ধ্যায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান। সেখানে ঘণ্টাখানেক বৈঠক করেন তারা। বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৩০ ডিসেম্বরের গণমিছিলের কর্মসূচিকে কেন্দ্র করে ডিএমপি কমিশনার ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। সেই কর্মসূচি যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে করা যায়, সে জন্য গণমিছিলের যে রুট, সেটি নিয়ে আলোচনা হয়েছে।  তিনি বলেন, গণমিছিলের কর্মসূচি পছন্দ অনুযায়ী রুটে করার বিষয়ে ডিএমপির সহযোগিতা চাওয়া হয়েছে। ৩০ ডিসেম্বর বাদ জুমা নয়াপল্টন থেকে গণমিছিল শুরু করা হবে।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, গণমিছিলের অনুমতি নিতে এসেছিলেন বিএনপি নেতারা। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গণমিছিলের অনুমতি দেয়া হয়েছে। তাদের কোনো শর্ত দেয়া হয়নি। তবে কর্মসূচি শান্তিপূর্ণ এবং বিশৃঙ্খলা সৃষ্টি না করতে বলা হয়েছে। গণমিছিলের রাস্তাও তাদের সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom