হরভজন সিং, শ্রীকান্ত কী বলছেন?
প্রথম নিউজ, খেলা ডেস্ক: ইন্ডিয়া বনাম ভারত বিতর্ক নিয়ে রাজনৈতিক তর্ক যখন তুঙ্গে তখনই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিলো- এবার বিশ্বকাপে তারা ভারত নামে খেলবে। টিম-এর জার্সিতেও লেখা থাকবে টিম ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ এই তথ্য জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে। এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রাক্তন টেস্ট তারকা হরভজন সিং ও প্রাক্তন ভারত অধিনায়ক কৃষ্ণমাচারী শ্রীকান্ত বলেছেন, এত তাড়াতাড়ির কী ছিল?
ভারতীয় বোর্ড আরও সময় নিতে পারতো। আসলে ভারতীয় ক্রিকেট দল সারা বিশ্বে টিম ইন্ডিয়া বলে পরিচিত। নতুন নামে সবাই একটু ধাক্কা খাবে। হরভজন সিং এককাঠি ওপরে গিয়ে রসিকতা করে বলেছেন, যখন টিম ভারতের জার্সি পরে ক্রিকেটাররা মাঠে নামবেন তখন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা না ভয় পেয়ে যায় আবার একটা নতুন দল বিশ্বকাপে এলো ভেবে। তিনি মনে করেন যে, টিম ভারত নামটির সঙ্গে মানিয়ে নিতে ক্রিকেটাররাও সময় নেবেন।