হরতালের ডাক গণতন্ত্র মঞ্চের

শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত গণসমাবেশে এ ঘোষণা দেন মঞ্চের শরিক ভাসানী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু।

হরতালের ডাক গণতন্ত্র মঞ্চের

প্রথম নিউজ, অনলাইন: বিএনপির সঙ্গে সংহতি জানিয়ে রোববার সারা দেশে হরতাল পালনের ঘোষণা দিয়েছে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ। এদিন থেকেই চূড়ান্ত লড়াই শুরু হবে ঘোষণা দিয়েছে সরকারবিরোধী এই জোট। শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত গণসমাবেশে এ ঘোষণা দেন মঞ্চের শরিক ভাসানী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু।

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সমাবেশে আসার হামলার অভিযোগ এনে তিনি বলেন, আইয়ুব-মোনায়েমকেও হার মানিয়েছে শেখ হাসিনার সরকার। আমাদের ওপর বেশ কয়েকবার হামলা করার চেষ্টা করা হয়েছে। এরই প্রতিবাদে রোববার দিনব্যাপী সারা দেশে হরতাল। সবাই হরতাল পালন করুন। রোববার থেকে আমাদের চূড়ান্ত লড়াই শুরু হবে মন্তব্য করে তিনি বলেন, প্রতিরোধ গড়ে তুলেছি। প্রতিরোধ গড়ে তুলব। আমাদের পরবর্তী কর্মসূচি রোববার ঘোষণা করবো। লড়াই শুরু হয়ে গেছে মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এই লড়াই চূড়ান্ত লড়াই। এখান থেকে এই সরকারের পতনের কর্মসূচি ঘোষণা করব।

জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘গণসমাবেশে’ গণসংহতি আন্দোলনের সমন্বায়ক জোনায়েদ সাকি বলেন, আমরা যতবারই সমাবেশ নিয়ে কথা বলেছি, ততবারই পরিষ্কার করেছি- আমাদের সমাবেশ হবে শান্তিপূর্ণ। কিন্তু সরকার জানে, সমাবেশ করতে দিলে তারা ক্ষমতায় টিকতে পারবে না। সেজন্য জনগণের মনে ভয় সৃষ্টির চেষ্টা করছে। জনগণের শান্তিপূর্ণ আন্দোলনকে বাধা দেয়ার চেষ্টা করেছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার এবং সরকারি দল সকাল থেকে এই শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে। বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ সমাবেশে জনতার ঢল দেখে ক্ষমতাসীনদের বুকে কাঁপন ধরে গেছে। ভয় পেয়ে তারা সকাল থেকে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এ সময়ে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের শহিদুল্লা কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দলের তানিয়া রব, গণতন্ত্র মঞ্চের শহিদুদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বায়ক হাসনাত কাইয়ুম।