হবিগঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতার মামলা
প্রথম নিউজ, হবিগঞ্জ : হবিগঞ্জে সংঘর্ষের ঘটনায় বিএনপির শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে। এতে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনকে প্রধান আসামি করে মামলাটি করেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি। শনিবার (২৬ আগস্ট) হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলার বাদী সাবেক ছাত্রলীগ নেতা মহিবুর রহমান মাহি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, হবিগঞ্জ শহরে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গত ২০ আগস্ট প্রতিবাদ-সমাবেশ করে জেলা আওয়ামী লীগ। সমাবেশ শেষে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে আওয়ামী লীগের প্রায় শতাধিক নেতাকর্মী আহত হন। এ নিয়ে আমি শনিবার হবিগঞ্জ সদর থানায় মামলা করেছি।
সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. বদিউজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
গত রোববার (২০ আগস্ট) বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে জেলা আওয়ামী লীগ সমাবেশ করে। সমাবেশ শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। সংঘর্ষে বিএনপি ও আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী আহত হন।