হানিফ ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত

হানিফ ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত

প্রথম নিউজ, ঢামেক প্রতিবেদক: রাজধানীর ওয়ারীর হানিফ ফ্লাইওভারের ওপরে গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ওই ব্যক্তিকে নিয়ে আসা পথচারী মো. সৌরভ বলেন, হানিফ ফ্লাইওভারে দ্রুতগামী একটি গাড়ি ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে চালককে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত চালকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।