সংসদে গিয়ে কার হাত ধরলেন কঙ্গনা! 

সংসদে গিয়ে কার হাত ধরলেন কঙ্গনা! 

প্রথম নিউজ, ডেস্ক : অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এখন সংসদ সদস্য। হিমাচল প্রদেশের মান্ডি আসনে নিকটতম প্রার্থী কংগ্রসের বিক্রমাদিত্য সিংকে হারিয়েছেন তিনি। বিভিন্ন সময়ে আলোচনায় থাকেন ঠোঁটকাটা স্বভাবের এই নায়িকা। সম্প্রতি চিরাগ পাসওয়ানের সঙ্গে তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

এক সাক্ষাৎকারে একবার অভিনেত্রী জানিয়েছিলেন বলিউডে নাকি কেউ তার বন্ধু হওয়ার যোগ্যই নন। কিন্তু এবার সংসদে নাকি তিনি বন্ধু বানিয়ে ফেলেছেন চিরাগ পাসওয়ানকে।

এএনআই সূত্রে প্রকাশ্যে আসা একটি ভিডিওতে সংসদের বাইরে তাদের দুই জনের বন্ধুত্বপূর্ণ মুহুর্তের কিছু ছবি উঠে এসেছে। সেখানে দেখা গিয়েছে, তারা একে অপরকে অভিবাদন জানিয়েছেন।

কী ঘটেছিল ঠিক?
 
কঙ্গনা সিঁড়িতে উঠছিলেন, তখন তার পাশে দিয়ে চিরাগও উঠছিলেন সিঁড়িতে। আর চিরাগকে দেখেই অভ্যর্থনা জানান নেত্রী। তার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ডের জন্য হেসে তিনি ভিতরে চলে যান। ভিডিওতে দেখা যায় কঙ্গনার পরনে ছিল একটি হলুদ সুতির শাড়ি। অন্যদিকে সাদা কুর্তা এবং নীল জিন্স পরেছিলেন চিরাগ।

এ মাসের শুরুতে নয়াদিল্লিতে এনডিএর সংসদীয় বৈঠকে দেখা গিয়েছিল কঙ্গনা এবং চিরাগকে। তারা সেখানে হাতও মিলিয়ে ছিলেন। 

এ প্রসঙ্গে চিরাগ জানিয়েছিলেন, তিনি আবার কঙ্গনার সঙ্গে দেখা করতে আগ্রহী। 

তিনি বলেন, ‘আমি ওর সঙ্গে দেখা করতে চাই। আমরা সংসদে বৈঠক করব। আমি মনে করি তিনি একজন শক্তিশালী মহিলা, তিনি যেভাবে কথা বলেন, তা সত্যি খুব মনগ্রাহী। আমি সংসদে ওর কথা শোনার অপেক্ষায়।’

প্রসঙ্গত, কঙ্গনা হিমাচল প্রদেশে তার নিজের শহর মান্ডি থেকে জয়লাভ করে এখন নির্বাচিত সংসদ সদস্য। তিনি সংসদীয় অধিবেশনে যোগ দিতে বর্তমানে দিল্লিতে রয়েছেন। সেখানে মহারাষ্ট্র সদনে থাকছেন নেত্রী।