সংসদে ঘুমিয়ে পড়েন দুই অভিনেত্রী, ঢুলুঢুলু চোখে অন্যজন

সংসদে ঘুমিয়ে পড়েন দুই অভিনেত্রী, ঢুলুঢুলু চোখে অন্যজন

প্রথম নিউজ, ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদ সদস্য হয়েছেন অভিনেত্রী জুন মালিয়া, সায়নী ঘোষ ও মহুয়া মৈত্র। যাদবপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন সায়নী ঘোষ। মেদিনীপুর থেকে বিজেপির অগ্নিমিত্রা পালকে হারিয়ে জয়ী হন জুন মালিয়া আর কৃষ্ণনগরে মহুয়া মৈত্র।

বৃহস্পতিবার থেকে ভাইরাল হয়ে যায় সংসদ অধিবেশনের একটি ছবি। সেখানে পাশাপাশি বসে থাকতে দেখা যাচ্ছে মহুয়া মৈত্র, জুন মালিয়া এবং সায়নী ঘোষকে। কিন্তু তাদের তিনজনের মধ্যে দুজন ঘুমে বিভোর! মাঝে একা জুন মালিয়া ঢুলুঢুলু চোখে তাকিয়ে আছেন। দুই পাশে অঘোরে ঘুমাচ্ছেন মহুয়া মৈত্র এবং সায়নী ঘোষ। আর সেটা দেখেই মজা পেয়েছেন বিরোধী এবং নেটিজেনরা।