আবারও অসুস্থ হয়ে আইসিইউতে কাজী হায়াৎ
ঢাকাই সিনেমার জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন
প্রথম নিউজ, ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। কয়েকদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছিলেন। স্বস্তি ফিরেছিল তার পরিবার ও সিনেমাপাড়ায়।
খারাপ খবর হলো আবারও অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তার শারীরিক অবস্থা খুবই নাজুক হওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতাল আইসিইউতে নেয়া হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক বিপ্লব শরীফ। তিনি আজ ৫ জানুয়ারি ফেসবুকে লেখেন, ‘চলচ্চিত্রে আমার একমাত্র অভিভাবক... প্রখ্যাত পরিচালক, প্রযোজক ও অভিনেতা শ্রদ্ধেয় কাজী হায়াৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতাল আইসিইউতে আছেন। ফেসবুকের সকল বন্ধুদের কাছে দোয়া কামনা করছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমীন।’
সম্প্রতি এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন কাজী হায়াৎ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: