চিত্রনায়ক নাঈম অসুস্থ, অপারেশন সম্পন্ন
নব্বই দশকে জনপ্রিয় চিত্রনায়ক নাঈম
প্রথম নিউজ, ডেস্ক : নব্বই দশকে জনপ্রিয় চিত্রনায়ক নাঈম। অনেক বছর হলো চলচ্চিত্রে অভিনয় করেন না তিনি। কিন্তু চলচ্চিত্রে বিভিন্ন অনুষ্ঠানে তার দেখা মেলে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ এই অভিনেতা।
গতকাল রাতে বেসরকারি হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়েছে। তার পরিবার সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানও তার ফেসবুকে এক স্ট্যাটাসে নায়ক নাঈমের জন্য দোয়া চেয়েছেন। তিনি লেখেন, ‘আমাদের সবার প্রিয় নায়ক নাঈম ভাইরের গতকাল রাতে বাইপাস অপারেশন হয়েছে। এখন আল্লাহর অশেষ রহমতে ভালো আছে। আপনারা সবাই নাঈম ভাইয়ের জন্য দোয়া করবেন।’
চিত্রনায়ক নাঈম ১৯৯১ সালে প্রয়াত বিখ্যাত পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাঈম। ক্যারিয়ারের মধ্য গগনে থাকা অবস্থায় ভালোবেসে বিয়ে করেন চিত্রনায়িকা শাবনাজকে। শোবিজে সুখী দম্পতিদের মধ্যে এগিয়ে রাখা হয় তাদের।
অভিনয়ে এখন আর তারা নেই। সংসার-সন্তান নিয়ে ব্যস্ত সময় কাটান। দুই কন্যা সন্তানের জনক-জননী তারা।
বর্তমানে তিনি বেশিরভাগ সময় টাঙ্গাইলে দেলদুয়ার থানার পাথরাইলেই কাটান। অভিনয় থেকে আড়ালে চলে যাওয়া নায়ক নাঈম সেখানে পৈতৃক কৃষিজমি ও ব্যবসা নিয়ে ব্যস্ত।
নাঈম স্যার নবাব সলিমুল্লাহ'র বংশধর। মায়ের সূত্রে তিনি টাঙ্গাইল করটিয়া জমিদার বাড়ির সন্তান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: