সস্ত্রীক ওমরাহ পালনে সৌদি আরবে যাচ্ছেন ড. মোশাররফ
সোমবার এতথ্য খন্দকার মোশাররফ হোসেন নিজেই জানিয়েছেন।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: পবিত্র ওমরাহ পালনের জন্য মঙ্গলবার সৌদি আরবে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সঙ্গে যাচ্ছেন তার সহধর্মিনী বিলকিস আক্তার হোসেন এবং ছোট ছেলে ড. খন্দকার মারুফ হোসেন। সোমবার এতথ্য খন্দকার মোশাররফ হোসেন নিজেই জানিয়েছেন।
মঙ্গলবার বেলা ২টায় দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে তারা যাত্রা করবেন। ওমরাহ শেষে আগামী ১৮ অক্টোবর তারা দেশে ফিরবেন বলে জানিয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন।