সিলেট বৌদ্ধ সমিতির কমিটি নিয়ে প্রতিবাদ সভা
১৪ আগস্ট সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলে সমিতির উপদেষ্টা বরণময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রথম নিউজ, সিলেট: গত ১২ আগস্ট শুক্রবার নয়াবাজারস্থ সিলেট বৌদ্ধ বিহারে সর্বসন্মতি বিহীন এক সাধারণ সভায় বিগত ৮ জুলাই শুক্রবার সিলেট বৌদ্ধ সমিতির সন্মানিত উপদেষ্টা পরিষদের অনুপস্থিতি এবং ২০২১-২০২২ সালের কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সহ সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ আরো অনেকের অনুপস্থতিতে সম্মানিত উপদেষ্টা মন্ডলীর অনুমোদন বিহীন স্বঘোষিত সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা মন্ডলীর কাছে সম্পুর্ণ নিয়ম লঙ্ঘিত বলে স্বঘোষিত কমিটিকে অবৈধ ঘোষনা করে এক প্রতিবাদ সভা গত ১৪ আগস্ট সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলে সমিতির উপদেষ্টা বরণময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় ছিলেন তপন কান্তি বড়ুয়া, বরনময় চাকমা, বরন চৌধুরী, সাধন কুমার চাকমা, ডাঃ সেবু বড়ুয়া, ইঞ্জিনিয়ার সাজু বড়ুয়া, উৎফল বড়ুয়া, লিটন বড়ুয়া, দিলু বড়ুয়া, অংথোয়াই মারমা, জীপম চাকমা, রানা বড়ুয়া, পলাশ বড়ুয়া, সেবু বড়ুয়া, সুজন বড়ুয়া, অংসাপ্রু মারমা, সুজিত বড়ুয়া, প্রশান্ত বড়ুয়া, তপন মহাজন, নিরাকার চাকমা, অনীক চাকমা, দেবপ্রিয় চাকমা, সোনাধন চাকমা, সুনির্মল চাকমা, রিম্রাচাই মারমা,শিমুল মুৎসুদ্দী প্রমুখ।
উক্ত প্রতিবাদ সভায়, নিন্ম স্বাক্ষরকারীগণ যারা ২০২০-২০২১ সালের কার্যকরী কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তাদের অনুপস্থিতিতে তাদের মতামতকে কোন রকম তোয়াক্কা না করে ২০২২-২০২৩ সালের অবৈধ পূর্ণাঙ্গ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
উল্লেখ থাকা আবশ্যক যে, উপদেষ্টা পরিষদ বিগত ১৫ জুলাই শুক্রবার কমিটি গঠন প্রক্রিয়ার জটিলতা নিরসনের একটি উদ্যোগ নিয়ে ২২ জুলাই শুক্রবার সন্মানিত উপদেষ্টা মন্ডলী কমিটির জটিলতা নিরসনে একটি সাধারণ সভা আহবান করেন। কিন্তু মনগড়া কমিটির অসহযোগিতার কারনে জটিলতা নিরসন করিতে ব্যর্থ হওয়ায় মনগড়া কমিটির কার্যকলাপের জন্য উপদেষ্টা পরিষদ দায়ী থাকিবেনা মর্মে বিগত ২৭ জুলাই রোজ শুক্রবার একটি রেজুলেশন পাশ করা হয়।
উল্লেখিত যৌক্তিক কারনগুলো বিবেচনা করে সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা মন্ডলী ও ২০২১- ২০২২ সালের কার্যকরী কমিটির সদস্যগণ এই মনগড়া কমিটি অবৈধ ঘোষণা করেন। পাশাপাশি বৈধ কমিটির করা লক্ষ্য অবৈধ কমিটির প্রত্যাহার করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সকল সদস্যকে আহবান জানানো হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews