২১৫ কোটি রুপি তছরুপ মামলার চার্জশিটে জ্যাকলিনের নাম

এবার ২১৫ কোটি রুপি তছরুপ মামলার চার্জশিটে উঠল বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের নাম

২১৫ কোটি রুপি তছরুপ মামলার চার্জশিটে জ্যাকলিনের নাম
২১৫ কোটি রুপি তছরুপ মামলার চার্জশিটে জ্যাকলিনের নাম-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : এবার ২১৫ কোটি রুপি তছরুপ মামলার চার্জশিটে উঠল বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের নাম।

আগে সন্দেহভাজনের তালিকায় ছিলেন তিনি। প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে এই মামলার চার্জশিট জমা হয়েছিল আগেই।

সম্পূরক চার্জশিটে অভিযুক্ত হিসাবে জ্যাকলিনের নামও জুড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। খবর আনন্দবাজার পত্রিকার।

গত বুধবারই এই সম্পূরক চার্জশিট জমা দেওয়া হয় আদালতে। ইডির দাবি, তদন্তে স্পষ্ট বোঝা গিয়েছে যে, জ্যাকলিক জানতেন সুকেশ একজন চাঁদাবাজ।

জেনেবুঝেই এই চাঁদাবাজির টাকায় যথেষ্ট সুযোগ-সুবিধা ভোগ করেছেন তিনি। সুকেশের থেকে অনেক বার বহুমূল্যবান ‘উপহার’ পেয়েছেন অভিনেত্রী। ইডির জেরায় তা স্বীকারও করেছেন জ্যাকলিন।

জ্যাকলিনকে এই মামলায় বেশ কয়েক বার জিজ্ঞাসাবাদ করেছেন ইডি গোয়েন্দারা। তার দেশ ত্যাগের ওপরও রয়েছে আদালতের নিষেধাজ্ঞা।

ইডি জানায়, সুকেশের কাছ থেকে যেসব উপহার পেয়েছেন জ্যাকলিন, সব মিলিয়ে তার মূল্য ১০ কোটি রুপির কম নয়। এর মধ্যে দামি গাড়ি যেমন রয়েছে, রয়েছে ৫২ লাখ রুপ দামের ঘোড়া, ৯ লাখ রুপির পারশিয়ান বিড়াল।

উপহারের তালিকায় রয়েছে গুচি, শ্যানেলের একাধিক ডিজাইনার ব্যাগ, গুচির জিমওয়্যার, লুই ভিতোর জুতা, হিরার দু’জোড়া কানের দুল, মূল্যবান পাথর বসানো ব্রেসলেট।

জ্যাকলিন ইডিকে জানিয়েছিলেন, উপহার পাওয়া মিনি কুপার গাড়িটি তিনি ফেরত দিয়ে দিয়েছিলেন সুকেশকে। সব মিলিয়ে এখনও পর্যন্ত জ্যাকলিনের ৭ কোটি রুপির ওপর সম্পত্তি বাজেয়াপ্ত করে রেখেছে ইডি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom