সিরিয়ার ইদলিবে রুশ বিমান হামলায় নিহত ৪৫
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-নুসরার
প্রথম নিউজ, ডেস্ক : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-নুসরার কয়েকটি অবস্থান লক্ষ্য করে রাশিয়ার জঙ্গিবিমান কয়েক দফা হামলা চালিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত শনিবার রুশ বাহিনীর এ হামলায় কমপক্ষ্যে ৪৫ জন জঙ্গি নিহত হয়েছেন। খবর তাসনিমের।
সিরিয়ায় রাশিয়ার রিকনসিলিয়েশন সেন্টারের উপপ্রধান মেজর জেনারেল ওলেগ ইয়েগোরোভ জানান, রাশিয়ার বিমান হামলা এই সন্ত্রাসীদের তিনটি ঘাঁটি ধ্বংস হয়ে গেছে।
ইদলিব প্রদেশের আরমানাজ এলাকার শেখ ইউসুফ নামে একটি গ্রামে এই হামলা চালানো হয়।
জেনারেল ইয়েগোরোভ জানান, রাশিয়ার বিমান হামলায় সন্ত্রাসীদের অস্ত্র এবং সামরিক সরঞ্জামের কয়েকটি গুদাম ধ্বংস হয়।
এছাড়া, ৪৫ জনের বেশি সন্ত্রাসী নিহত হয় যার মধ্যে কমান্ডার বিলাল সাঈদ এবং আবু দুজান আল দিরি রয়েছে।
মেজর জেনারেল ইয়েগোরোভ জানান, নিহত সন্ত্রাসীরা ইদলিবের নিরাপদ অঞ্চলে হামলা চালাতো এবং সিরিয়ার সেনা ও বেসামরিক জনগণকে হত্যা করতো। পাশাপাশি এসব সন্ত্রাসী সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সংঘবদ্ধভাবে হামলা চালাতো।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews