রাশিয়ার সঙ্গে অস্ত্রবিরতি নিয়ে আলোচনায় প্রস্তুত ইউক্রেন
রাশিয়ার সঙ্গে অস্ত্রবিরতি নিয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত আছেন তিনি
প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে অস্ত্রবিরতি নিয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত আছেন তিনি।
আলোচনার জন্য সম্ভাব্য তারিখ ও ভেন্যু ঠিক করা নিয়ে ক্রেমলিনের সঙ্গে কথা বলছে কিয়েভ। খবর রয়টার্সের।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পডোলিয়াক শুক্রবার রয়টার্সকে এ কথা বলেন।
এর আগে মস্কো বলেছিল, আলোচনার ব্যাপারে প্রাথমিক সম্মতি জানিয়ে ‘হারিয়ে গেছেন’ ইউক্রেনীয় নেতা।
স্থানীয় সময় শনিবার এক ফেসবুক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মুখপাত্র সের্গি নিকিফোরভ বলেন, ‘আমরা আলোচনায় অস্বীকৃতি জানিয়েছি বলে যে দাবি করা হয়েছে, তা ঠিক নয়।
অস্ত্রবিরতি ও শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আলোচানায় ইউক্রেন আগেও প্রস্তুত ছিল, এখনও আছে।
নিকিফোরভ আরও দাবি করেন, আলোচনার তারিখ ও ভেন্যু নির্ধারণ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলাপ চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: