সিরাজগঞ্জে হত্যা মামলায় একই পরিবারের ৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে হত্যা মামলায় একই পরিবারের ৪ জনের যাবজ্জীবন

প্রথম নিউজ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে আবু সাঈদ হত্যা মামলায় একই পরিবারের চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এই আদেশ দেন।

অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত পিপি) জেবুন্নেছা (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অভিযোগ প্রমাণিত না হওয়ায় আট আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শাহজাদপুর উপজেলার টেকুয়াপাড়া গ্রামের তাজের ফকিরের ছেলে আব্দুস সালাম ও তার ছেলে আজিজুল ইসলাম এবং আব্দুস সালামের ভাই আবুল কালাম ও তার ছেলে বোরহান উদ্দিন।

বেকসুর খালাস পাওয়া আসামিরা হলেন- শাহজাদপুর উপজেলার টেকুয়াপাড়া গ্রামের মহসীন রেজা, আব্দুস কুদ্দুস, তয়জাল, আলেয়া বেগম, ময়না খাতুন, রেখা খাতুন, বুলবুলি খাতুন ও ইদ্রিস আলী।