যশোরে যুবদল নেতা হত্যায় ৮ জনের নামে মামলা

এছাড়াও অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

 যশোরে যুবদল নেতা হত্যায় ৮ জনের নামে মামলা
নিহত বদিউজ্জামান ধোনী

প্রথম নিউজ,যশোর: প্রকাশ্যে যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধোনীকে কুপিয়ে হত্যার ঘটনায় ৮ জনের নামে মামলা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১৩ জুলাই) রাতে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই মনিরুজ্জামান মণি। রাতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) বেলাল হোসাইন।

মামলার আসামিরা হলেন, শহরের বেজপাড়া টিবি ক্লিনিক ফুড গোডাউনের সামনে আশ্রম রোডের আব্দুল আলীমের ছেলে আকাশ (২৫), মোহাম্মদ ফরিদের ছেলে রায়হান (২৪), শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড়ের মৃত আব্দুর রশিদের ছেলে ও যশোর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম আহমেদ মানুয়া (৪৮), টিবি ক্লিনিক ফুড গোডাউনের পাশের মিরাজুল বিশ্বাসের ছেলে মন্টু ওরফে অপূর্ব ওরফে আলী রাজ (২২), টিবি ক্লিনিক এলাকার রইস উদ্দিনের ছেলে আল আমিন ওরফে চোর আল আমিন (২৫), আফসারের ছেলে মিলন (২৪), শংকরপুর হারান কলোনীর উত্তর পাশের বাবু মীরের ছেলে ইছা মীর (২০) এবং চোপদারপাড়া রোডের মৃত হুজুর ইয়াসিনের বাড়ির পাশের লাভলুর ছেলে রিজভী (২৬)।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড়ের কাছে নিজ বাড়ির সামনে জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধোনীকে (৫২) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে শহরের বেজপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom