সরকারের দুঃশাসনের বিষবাস্প ভয়াবহ রুপ ধারণ করেছে: মির্জা ফখরুল

তিনি বলেন, বিশ্বের গণধিকৃত সকল স্বৈরাচারকে টেক্কা দিয়ে জনসমর্থনহীন বর্তমান আওয়ামী সরকার অবর্ণনীয় দুঃশাসন জারী রেখে বিএনপি এবং বিরোধী দলগুলোর নেতাকর্মীসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাকে এখন চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে।

সরকারের দুঃশাসনের বিষবাস্প ভয়াবহ রুপ ধারণ করেছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রথম নিউজ, ঢাকা: বর্তমান সরকারের দুঃশাসনের বিষবাস্প এখন যেন আরও ভয়াবহ রুপ ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান অন্যতম যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসানকে গ্রেফতার এবং যুবলীগ ক্যাডার’রা খাগড়াছড়ি জেলাধীন দীঘিনালা উপজেলায় বিএনপি ও যুবদল নেতাকর্মীদেরকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শনিবার রাতে এক বিবৃতিতে  তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বর্তমান সরকারের দুঃশাসনের বিষবাস্প এখন যেন আরও ভয়াবহ রুপ ধারণ করেছে। বিশে^র গণধিকৃত সকল স্বৈরাচারকে টেক্কা দিয়ে জনসমর্থনহীন বর্তমান আওয়ামী সরকার অবর্ণনীয় দুঃশাসন জারী রেখে বিএনপি এবং বিরোধী দলগুলোর নেতাকর্মীসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাকে এখন চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে। ৩০ ডিসেম্বর মহাসমারোহে মধ্যরাতে ভোট ডাকাতির পর সরকারের আশকারায় আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীরা দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গ্রেফতার ও লাগামহীন খুন জখমে মেতে উঠেছে। স্বৈরাচারী সরকারের ভয়াবহ দুঃশাসনের যাঁতাকলে দেশের মানুষ সর্বদা পিষ্ট হচ্ছে। অজানা আতংক আর ভয়াল পরিবেশ মানুষের স্বাভাবিক জীবন-যাপনকে করে তুলেছে বিপর্যস্ত।

তিনি বলেন, সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান অন্যতম যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসানকে গ্রেফতার এবং খাগড়াছড়ি জেলাধীন দীঘিনালা উপজেলায় বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচি শেষে বাড়ী ফেরার পথে বিএনপি নেতা মোঃ সেলিম, যুবদল নেতা মোতালেব, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম এবং সাদেকুল ইসলামকে যুবলীগ সন্ত্রাসীরা পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা প্রমাণ করে-দেশ এখন সন্ত্রাসীদের দখলে। দেশ এবং দেশের মানুষকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করতে এখন তীব্র আন্দোলন ছাড়া কোন গত্যন্তর নেই।

 বিএনপি মহাসচিব বলেন, আমি সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান অন্যতম যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান এর বিরুদ্ধে দায়েকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের ওপর হামলার সঙ্গে জড়িত যুবলীগ সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহতদের আশু সুস্থতা কামনা করছি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom