সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে: গণতন্ত্র মঞ্চ

সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে: গণতন্ত্র মঞ্চ
সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে: গণতন্ত্র মঞ্চ

প্রথম নিউজ, ঢাকা: সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ। মঙ্গলবার গণসংহতি আন্দোলনের কার্যালয়ে বর্তমান পরিস্থিতিতে করণীয় প্রশ্নে গণতন্ত্র মঞ্চের সভায় নেতৃবৃন্দ এই মন্তব্য করেন। গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান প্রমূখ।

সভায় নেতৃবৃন্দ রাজনৈতিক সভা-সমাবেশে বাধা, সব ধরনের পরিবহন বন্ধ করে দেয়াসহ দমন-পীড়ন, হামলা-মামলা, গ্রেপ্তারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে খোদ প্রধানমন্ত্রী কর্তৃক বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জেলে পাঠানোর হুমকি কিংবা বিএনপিসহ বিরোধী দলের ‘হেফাজতের পরিণতি’ করার হুমকির নিন্দা জানিয়ে বলেন, এই ভাষাই বলে দেয় সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom