স্যুটকেসে মায়ের মরদেহ নিয়ে থানায় তরুণী
স্যুটকেসে মায়ের মরদেহ নিয়ে থানায় হাজির হয়েছেন এক তরুণী
প্রথশ নিউজ, ডেস্ক : স্যুটকেসে মায়ের মরদেহ নিয়ে থানায় হাজির হয়েছেন এক তরুণী। হতবাক করা এমন ঘটনা ঘটেছে ভারতে। স্থানীয় সময় সোমবার (১২ জুন) বেঙ্গালুরুতে এক নারী একটি স্যুটকেস নিয়ে থানায় হাজির হন। তিনি জানান, এর মধ্যে তার মায়ের মরদেহ আছে।
পুলিশ জানিয়েছে, ওই নারী পশ্চিমবঙ্গের একজন ফিজিওথেরাপিস্ট। সোমবার দুপুর ১টার দিকে তিনি থানায় আসেন এবং নিজেই স্বীকার করেন যে, তিনি তার মাকে হত্যা করেছেন। নিহত নারীর স্বামীর একটি ফ্রেমবন্দি ছবিও ওই মরদেহে সঙ্গে স্যুটকেসের ভেতরে দেখা যায়।
নিজের মাকে হত্যার পর বেঙ্গালুরুর মিকো লেআউট থানায় আত্মসমর্পন করেন ৩০ বছর বয়সী ওই নারী। তাকে গ্রেফতার করেছে পুলিশ।
বেঙ্গালুরুতে স্বামীর সঙ্গেই থাকতেন ওই তরুণী। তিনি দাবি করেছেন, ঘুমের ওষুধ খাওয়ানোর পর নিজ হাতে তিনি তার মাকে হত্যা করেছেন।
ওই নারী জানিয়েছেন, তার মায়ের সঙ্গে প্রায়ই তার ঝগড়া এবং মারামারি হতো। এসবের জের ধরেই তিনি এই ঘৃণ্য অপরাধ করেছেন।