তামিম-তাসকিনের ইনজুরি নিয়ে যা বললেন হাথুরু
প্রথম নিউজ, ক্রীড়া প্রতিবেদক: পিঠের পুরনো ব্যথা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। সেই ব্যথার কারণে আসন্ন ঢাকা টেস্টে আফগানিস্তানের বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে তামিমের খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা যাবে আজ (১৩ জুন)। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এদিন সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়ে এমনটাই জানালেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
তামিমকে নিয়ে হাথুরু বলছিলেন, ‘আমার মনে হয় সে অনুশীলন করতে যাচ্ছে। আমরা দেখবো সে কেমন অনুভব করে। একদিন আগেও অনুশীলন করেছে, তখন ব্যাটিং ও ফিল্ডিংয়ের সময় অস্বস্তি অনুভব করেছে তামিম। তাই আজ সে আবার অনুশীলন করবে এবং অনুশীলনের পর তাকে পর্যবেক্ষণ করা হবে।’
এদিকে ইনজুরি থেকে ফেরা তাসকিন আহমেদ খেলবেন কিনা তা নিয়েও এতদিন পর্যন্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে প্রধান কোচ হাথুরুর দাবি তাসকিন খুব ভালো অনুশীলন করেছে। তবে শঙ্কার মেঘও রয়েছে তার বোলিংয়ে ওয়ার্কলোড নিয়ে।
হাথুরু যেমনটা বলছিলেন, ‘তাসকিন আসলে সত্যি খুব খুব ভালো অনুশীলন করেছে পুর্নবাসনের সময়টাতে। আমরা দেখেছি সে সেরা অবস্থায় আছে। আমরা তাকে খেলাতে চাইলে সে প্রস্তুত আছে। ওর এখন কোনো ইনজুরি নেই। বোলিংয়ের ওয়ার্কলোডটা এই সময়ে একটু চিন্তার বিষয়। তাকেও আমরা আজকের অনুশীলনের পর দেখব।’