সময়, বয়স, ভূগোল, ভাষা, ধর্ম, বর্ণ ও সংস্কৃতি নির্বিশেষে মানুষ মানুষই
প্রথম নিউজ, অনলাইন: লিটল রক শহরে আমি অনেক দিন ধরে রেডিয়েশন চিকিৎসা নিচ্ছি। আজ শেষ হবার কথা। হাসপাতালের কাছেই রোগীদের জন্য নির্ধারিত একটি বাসস্থানে দেড় মাস ধরে থাকছি। সেখানে আরো অনেকগুলো রোগী থাকেন। আজকের রেডিয়েশন শেষ হলেই আমার ফেইটভিল শহরে ফিরে যাবার কথা। আমার ছেলে আসছে আমাকে নিয়ে যেতে। এখানে একজন রোগী আছেন সস্ত্রীক। আমি আজ চলে যাবো জেনে বয়োবৃদ্ধ সেই আমেরিকান দম্পতি এসেছেন আমাকে বিদায় জানাতে। সকালেই করাঘাতের শব্দে দরোজা খুলে দেখলাম তারা দাঁড়িয়ে। আমার সুস্থতা সহ সার্বিক কল্যাণ কামনা করলেন তারা। প্রার্থনা করলেন আমার জন্য। তারপর জড়িয়ে ধরে বাষ্পরুদ্ধ কণ্ঠে বিদায় সম্ভাষণ জানালেন। অনুভব করলাম এটা নিছক সৌজন্য নয়। তাদের অনুভূতি আরো অনেক বেশি আন্তরিক।