সামান্থার গায়ে ৩০ কেজির শাড়ি, তিন কোটির গহনা!

‘শকুন্তলম’ ছবির মুক্তির পাশাপাশি একাধিক ছবির কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। 

সামান্থার গায়ে ৩০ কেজির শাড়ি, তিন কোটির গহনা!
সামান্থার গায়ে ৩০ কেজির শাড়ি, তিন কোটির গহনা!

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : বিরল রোগও দমাতে পারেনি দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুকে। ‘শকুন্তলম’ ছবির মুক্তির পাশাপাশি একাধিক ছবির কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি।  জানুয়ারিতেই মুক্তি পেয়েছে ‘শকুন্তলম’-এর ট্রেলার। দক্ষিণী তারকা পরিচালক গুণশেখরের এ সিনেমার চরিত্রের জন্য ৩০ কেজির শাড়ি পরে শুটিং করেছিলেন সামান্থা। তা-ও একদিন বা দুদিন নয়, এক সপ্তাহ ধরে চলেছিল সেই দৃশ্যের শুটিং। তবে কেবল শাড়ি নয়, চরিত্রের প্রয়োজনে সামান্থাকে পরতে হয়েছে ভারি গহনাও। জানা গেছে, ছবিতে সামান্থার গহনার পেছনেই খরচ হয়েছে তিন কোটি রুপি।

কবি কালীদাসের নাটক ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি হয়েছে ‘শকুন্তলম’ ছবি। ছবিতে মুখ্য চরিত্রে সামান্থা, মহারাজা দুষ্মন্তের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা দেব মোহন।  অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কবীর বেদি, প্রকাশ রাজ, অদিতি বালন, গৌতমী প্রমুখ। এ ছবিতেই সেলুলয়েডে হাতেখড়ি দক্ষিণী তারকা আল্লু অর্জুনের ৯ বছরের মেয়ে আল্লু আরহার। দুষ্মন্ত ও শকুন্তলার ছেলে ভরতের চরিত্রে দেখা যাবে খুদে আরহাকে।  তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দি— মোট ৫ ভাষায় মুক্তি পেতে চলেছে গুণশেখর পরিচালিত ছবি। থাকবে ছবির থ্রিডি ভার্সনও। ১৭ ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘শকুন্তলম’।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: