ইউক্রেন পৌঁছেছেন ইইউ প্রধান
‘রাশিয়ার আগ্রাসনের পর চতুর্থবারের মতো কিয়েভে আসতে পেরে ভালো লাগছে।
প্রথম নিউজ, ডেস্ক : ইউরোপীয় কমিশনের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লেইন বৃহস্পতিবার কিয়েভ পৌঁছেছেন। তিনি জানিয়েছেন, ইউক্রেন-ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের এক দিন আগে কমিশনারদের একটি দল নিয়ে তিনি যুদ্ধবিধ্বস্ত দেশটিতে পৌঁছেছেন। তিনি এক টুইটার বার্তায় লিখেছেন, ‘রাশিয়ার আগ্রাসনের পর চতুর্থবারের মতো কিয়েভে আসতে পেরে ভালো লাগছে। আমরা এখানে একসাথে এসে এটাই দেখাচ্ছি যে, ইইউ বরাবরের মতোই দৃঢ়ভাবে ইউক্রেনের পাশে আছে এবং আমাদের সমর্থন ও সহযোগিতা আরো গভীর হবে।’
সূত্র : বাসস
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: