স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা নিবেদন

সেমাবার (১৬ ডিসেম্বর) সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এ  শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা নিবেদন

প্রথম নিউজ, অনলাইন: মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি জানিয়েছে বিএনপি। সেমাবার (১৬ ডিসেম্বর) সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এ  শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ফখরুল বলেন, যে চেতনার ভিত্তিতে আমরা মুক্তিযুদ্ধ ও দেশকে স্বাধীন করেছিলাম, সেই চেতনায়ই দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে মুক্ত করবো ইনশাল্লাহ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি, গণতন্ত্রকে মুক্ত করতে হলে তাকে মুক্ত করতে হবে।