মানিকগঞ্জে বিএনপির গণঅনশনে পুলিশের বাধা
মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরের বাসার কনফারেন্স কক্ষে এই কর্মসূচি পালন করা হয়।
প্রথম নিউজ, মানিকগঞ্জ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে মানিকগঞ্জে বিএনপি গণঅনশন কর্মসূচি পালিত হচ্ছে। মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরের বাসার কনফারেন্স কক্ষে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে সকালে দলীয় নেতাকর্মীরা মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে গণঅনশন কর্মসূচি পালন করতে গেলে পুলিশের বাধার সম্মুখীন হয়। পুলিশের সাথে দলীয় নেতাকর্মীদের ধস্তাধস্তি ও বাকবিতন্ডায় দলীয় অফিসে অনশন কর্মসূচি পণ্ড হয়ে যায়।
পরে বেলা এগারটার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম জিন্নাহ কবিরের বাসভবনের কনফারেন্স কক্ষে গণঅনশন কর্মসূচি পালন করছেন দলের নেতাকর্মীরা। জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে গণঅনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবীর, সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার প্রমুখ। বক্তারা খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: