শেখ হাসিনার বিচারের আগে দেশে কোনো নির্বাচন হবে না
সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত বিজয় র্যালি শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রথম নিউজ, অনলাইন: শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের আগে দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেছেন, আমরা বুলেট ক্রস করেছি, আগামী দিনে যদি ব্যালটের রেভল্যুশন (নির্বাচন) আসে সেটাও মোকাবিলা করতে প্রস্তুত। তবে সেটা বিচারের আগে নয়। বিচার হবে, এরপর নির্বাচন। সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত বিজয় র্যালি শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। হিন্দুত্ববাদী আগ্রাসন প্রতিনিয়ত দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত করে যাচ্ছে। আগামীতে যত আক্রমণ আসুক রক্ত দিয়ে সব আক্রমণ প্রতিহত করব। তিনি বলেন, গত ৫৩ বছরের ফ্যাসিস্ট রাজনীতি ও ’২৪ এর খুনের বিচারবিহীন কোনো দল যদি বাংলাদেশে থেকে যেতে চায়, তাদের আমরা ওয়াশআউট করব, দেশ থেকে বিতাড়িত করব। বিচারের আগে কোনো নির্বাচন নয়। আগে বিচার পরে নির্বাচন।
আগামী দিনে যারাই বিচারের আগে কোনো নির্বাচনের পাঁয়তারা করবে, তাদেরকে জাতীয় শত্রু ও বেইমান হিসেবে ধরে নেওয়া হবে বলে জানান তিনি।