নড়াইলে ছুরিকাঘাতে বাসের সুপারভাইজার নিহত

প্রথম নিউজ, নড়াইল: নড়াইল শহরের নতুন বাসটার্মিনাল এলাকায় ছুরিকাঘাতে মোশারফ হোসেন মুসা (৪৫) নামে এক বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মুসা সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিতপুর গ্রামের মৃত শামসুর রহমান মুন্সীর ছেলে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাসটার্মিনাল এলাকায় গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় মুসাকে। ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা চলাকালীন অবস্থায় তিনি মারা যান।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শরীফ হুসাইন আহম্মেদ ফেরদৌস জানান, সকাল পৌনে ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় মুসাকে হাসপাতালে আনা হয়। চিকিৎসা দিয়ে তাকে বেডে পাঠানোর কিছুক্ষণ পরই তিনি মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মুসার বুকে ধারালো অস্ত্রের আঘাত এবং মাথায় গুরুতর জখমের চিহ্ন ছিল। ওসি সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা চলছে।
জানা গেছে, মুসা প্রায় এক বছর ধরে ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের নড়াইল-ঢাকা রুটে সুপারভাইজার হিসেবে কাজ করছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন প্রাইভেট কার ও মাইক্রোবাস চালক ছিলেন। তিনি নড়াইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজি নং-১২৯৫) সদস্য ছিলেন।
মুসার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে নড়াইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্যসহ শত শত মানুষ সদর হাসপাতালে ভিড় জমায়। তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।