পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে; নিহত ১৩, আহত ২০

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে; নিহত ১৩, আহত ২০

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: দেশটির সিন্ধু প্রদেশের পার্বত্য অঞ্চলে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং ২০ জন আহত হন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানায় ডন। ডনের প্রতিবেদন মতে, সোমবার (২১ এপ্রিল) রাতে সিন্ধু প্রদেশের জামশোরো-কোহিস্তান অঞ্চলের পার্বত্য এলাকায় একটি গাড়ি রাস্তা থেকে গিরিখাতে গিয়ে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।

জামশোরোর ডেপুটি কমিশনার (ডিসি) গজনফর কাদরি জানান, যাত্রীরা বেলুচিস্তান থেকে বাদিনে ফিরছিলেন এবং তাদের বেশিরভাগই কোহলি সম্প্রদায়ের সদস্য। জামশোরো জেলার থানা বুলা খানের তাউং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
তিনি আরও জানান, মনে হচ্ছে গাড়ির ‘ব্রেক ফেইল’ করেছিল এবং চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। এই কর্মকর্তা আরও জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেগুলো উদ্ধার করে এবং আহতদের কয়েকজনকে নিকটবর্তী একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
এর আগে, গত ফেব্রুয়ারি মাসে সিন্ধু প্রদেশের শেহয়ান শহরে একদিনে দুটি পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। তীর্থযাত্রী বোঝাই দুটি বাস দুর্ঘটনার কবলে পড়ে ১৬ জন নিহত ও ৪৫ জন আহত হন।