সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিবাদী গানের মিছিলে পুলিশের বাধা
পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলিস্তানের জিপিও মোড় থেকে বাহাদুর শাহ পার্ক অভিমুখে গানের মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশ জিপিও মোড়ে তাদের বাধা দেয়।
প্রথম নিউজ, অনলাইন : সাম্প্রতিক দেশে ছাত্র-জনতা হত্যা, নির্যাতন, গণগ্রেফতার, হামলা-মামলার প্রতিবাদে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিবাদী গানের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলিস্তানের জিপিও মোড় থেকে বাহাদুর শাহ পার্ক অভিমুখে গানের মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশ জিপিও মোড়ে তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে সংগঠনের নেতাকর্মীদের।
পুলিশি বাধায় বাহাদুর শাহ পার্ক অভিমুখে যেতে না পারলেও জিপিও মোড়ে প্রতিবাদী গান করেন শিল্পীরা। প্রতিবাদী মিছিলে বিভিন্ন স্লোগান, প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।