পল্টনে আইসসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর পল্টন এলাকায় অভিযান পরিচালনা করে ভয়ংকর মাদক (ক্রিস্টাল মেথ) আইসসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে

পল্টনে আইসসহ মাদক কারবারি গ্রেফতার
পল্টনে আইসসহ মাদক কারবারি গ্রেফতার

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর পল্টন এলাকায় অভিযান পরিচালনা করে ভয়ংকর মাদক (ক্রিস্টাল মেথ) আইসসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. মিরাজ শেখ। মঙ্গলবার পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া  বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, কিছু মাদক কারবারি পল্টন থানার কালভার্ট রোডের পল্টন টাওয়ারের সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে বলে সংবাদ পাওয়া যায়। এ সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে ৫০ গ্রাম আইসসহ মিরাজকে গ্রেফতার করে এসআই সুজন কুমার তালুকদার।

গ্রেফতার মিরাজ বিভিন্ন এলাকা থেকে আইস সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। মিরাজের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom