ডিপিডিসিতে লোডশেডিং নেই, জেনে নিন ডেসকোর শিডিউল
আজ শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ঘোষিত সময়সূচি অনুযায়ী লোডশেডিং হবে।

প্রথম নিউজ,ঢাকা: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সার্ভিস এলাকায় শনিবার (১০ সেপ্টেম্বর) কোনো লোডশেডিং নেই। বৃহস্পতি ও শুক্রবারও ডিপিডিসির এলাকায় কোনো লোডশেডিং শিডিউল ছিল না। অর্থাৎ ডিপিডিসির গ্রাহকরা টানা তৃতীয় দিনের মতো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে পারেন।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিপিডিসি কর্তৃপক্ষ। শিডিউল দেওয়ার পরিবর্তে প্রতিষ্ঠানটি জানায়, এ মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোনো লোডশেডিং নেই। তবে লোড কম বরাদ্দের প্রাপ্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে। এজন্য হালনাগাদ তথ্য পেতে সবাইকে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিটের জন্য অনুরোধ করা হলো।
তবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) লোডশেডিংয়ের নিয়মিত শিডিউল দিয়েছে। এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়ে দিয়েছে, আজ কোথায় কখন লোডশেডিং করবে, সেই তালিকা।
সেখানে বলা হয়েছে, শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ঘোষিত সময়সূচি অনুযায়ী লোডশেডিং হবে।
রাজধানীর কোন এলাকায় আজ কখন লোডশেডিং হবে, তা জানতে ডেসকোর গ্রাহকরা ক্লিক করুন এখানে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews