বর্জ্য পরিবহনের ভারী যানটিও চুরি
বর্জ্য পরিবহনের কাজে নিয়োজিত ভারী যানটি শুক্রবার রাত পৌনে আটটার দিকে চুরি হয়েছে।

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর মাতুয়াইলে ঢাকা দক্ষিণ সিটির কেন্দ্রীয় ময়লার ভাগাড় থেকে ১০ চাকার একটি ডাম্প ট্রাক চুরি হয়েছে। বর্জ্য পরিবহনের কাজে নিয়োজিত ভারী যানটি শুক্রবার রাত পৌনে আটটার দিকে চুরি হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলার করার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ সিটি করপোরেশন। ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা শনিবার রাতে বলেন, চুরি হওয়া ডাম্প ট্রাকটি ১৫ টন বর্জ্য পরিবহন করতে পারে। হলুদ রঙের গাড়িটির নম্বর পরী ১০১। মেয়র শেখ ফজলে নূর তাপস চালকের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, চুরি হওয়া গাড়িটির মূল্য ৮০ থেকে ৯০ লাখ টাকা। মাতুয়াইল কেন্দ্রীয় ময়লার ভাগাড়ে দায়িত্বরত দক্ষিণ সিটির সহকারী প্রকৌশলী নুরুজ্জামান বলেন, শুক্রবার সকাল সাতটার দিকে গাড়ির চালক গাড়িতে বর্জ্য নিয়ে মাতুয়াইলে এসেছেন। তিনি গাড়ি থেকে বর্জ্য নামিয়ে বাসায় চলে যান। রাত আটটার দিকে গাড়ির চালক এসে দেখেন, গাড়িটি নেই। পরে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি) পর্যবেক্ষণ করে দেখা গেছে, রাত পৌনে আটটার দিকে গাড়িটি মাতুয়াইল ল্যান্ডফিল থেকে বেরিয়ে যাচ্ছে। ক্যামেরায় চালকের মুখ বোঝা যায়নি।
দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের বর্জ্য মাতুয়াইলে রাখা হয়। সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক আনসার সদস্য মোতায়েন থাকেন। এ ছাড়া সিসি ক্যামেরা দিয়েও পর্যবেক্ষণে রাখা হয়। এরপরও কীভাবে সেখান থেকে গাড়িটি চুরি হয়েছে, এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন খোদ করপোরেশনেরই কর্মকর্তারা। তাঁরা বলছেন, সিটি করপোরেশনের গাড়ি যেখানে-সেখানে পড়ে থাকলেও কেউ ওই গাড়ির ক্ষতি করে না। অথচ সর্বোচ্চ নিরাপত্তার জায়গা থেকে গাড়ি চুরি হওয়ায় তাঁরা দুশ্চিন্তায় পড়েছেন। আনসার সদস্যদের সামনে দিয়ে অপরিচিত এক লোক গাড়িটি কীভাবে নিয়ে গেল, তা খতিয়ে দেখা উচিত। এদিকে চালকসংকটের কারণে করপোরেশনের অন্য বিভাগের কর্মী এবং বহিরাগতদের দিয়ে ভারী এসব যান চালানোর অভিযোগ রয়েছে। গতকাল যে গাড়িটি চুরি হয়েছে, সেটি করপোরেশনের একজন ভারী চালকের নামে বরাদ্দ ছিল বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে ওই চালকের নাম বলতে কর্মকর্তারা রাজি হননি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews