সাভারে ছাদ থেকে পড়ে ইউনিভার্সিটি ছাত্রের রহস্যজনক মৃত্যু
বৃহস্পতিবার ভোররাতে উপজেলার খাগান এলাকার ড্যাফোডিল ইউনিভার্সিটি সংলগ্ন আব্দুল জলিলের ভাড়া বাড়ির ৫ তলার ছাদ থেকে পড়ে যায় ওই শিক্ষার্থী।
প্রথম নিউজ, সাভার: সাভারে বন্ধুদের ভাড়া করা বাসায় বেড়াতে এসে ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে আবির মাশরুর ডায়মন্ড (২৫) নামে এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। খবর পেয়ে গতকাল সকালে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার খাগান এলাকার ড্যাফোডিল ইউনিভার্সিটি সংলগ্ন আব্দুল জলিলের ভাড়া বাড়ির ৫ তলার ছাদ থেকে পড়ে যায় ওই শিক্ষার্থী।
পরে বন্ধুরা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আবির মাশরুর ডায়মন্ড (২৫) বগুড়া জেলার শাহজাহানপুর থানার লতিফপুর কলোনি এলাকার মিজানুর রহমানের ছেলে। সে রাজধানীর বসুন্ধরা এলাকায় নর্থ-সাউথ ইউনিভার্সিটির বিবিএতে পড়াশুনা করতেন।
সূত্রমতে, ড্যাফোডিল ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থী খাগান এলাকার আব্দুল জলিলের ভাড়া বাড়িতে থেকে লেখাপড়া করতেন। তাদের বন্ধু আবির মাশরুর বৃহস্পতিবার বসুন্ধরার নিজ ভাড়া বাসা থেকে খাগান দক্ষিণপাড়া এলাকায় বন্ধুদের কাছে বেড়াতে আসে। ভোররাতে এক বান্ধবীর সঙ্গে কথা বলার জন্য ছাদে যায়। একপর্যায়ে ৫ তলার ছাদ থেকে মাটিতে পড়ে গেলে বন্ধুরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই আসিফ শাহরিয়ার বলেন, আমার ভাই গতকাল সাভারে তার বন্ধুদের বাসায় বেড়াতে যায়। সকালে তার বন্ধুরা জানায়, আবির ভবনের ছাদ থেকে পড়ে গেছে। খবর পেয়ে সাভারের এনাম মেডিকেলে এসে দেখি আমার ভাই মারা গেছে। ড্যাফোডিল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল বলেন, যে ছেলেটি মারা গেছে সে আমাদের ছাত্র নয় এবং ঘটনাটিও ইউনিভার্সিটির বাহিরের। সেখানে ছাত্ররা বাসা ভাড়া নিয়ে থাকে। ওই ভাড়া বাড়ির ছাদ থেকে পরে সে মারা গেছে। ইউনিভার্সিটির ভেতরে কোনো ঘটনা ঘটলে আমরা তাদের জবাবদিহিতার আওতায় আনতাম। তবুও ছুটির পর ক্যাম্পাস খুললে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে দেখা হবে।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. দিদার হোসেন বলেন, গতকাল দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে তার মৃত্যু রহস্যজনক মনে হওয়ায় বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। রাতে কি ঘটনা ঘটেছিল এবং কীভাবে তিনি ছাদ থেকে পড়ে মারা গেলেন তা তদন্ত না করে বলা যাচ্ছে না। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।