স্বস্তিকা জানালেন অভিনেত্রী হয়ে ওঠার পেছনের ভূমিকা

স্বস্তিকা জানালেন  অভিনেত্রী হয়ে ওঠার পেছনের ভূমিকা

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বর্তমানে সিরিয়াল এবং সিনেমায় সমানভাবে কাজ করছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। সম্প্রতি পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সামাজিকমাধ্যমে নিজের ছবি শেয়ার করলেন অভিনেত্রী। তার পরেই ইন্ডাস্ট্রিতে নতুন জল্পনা শুরু। অনেকেরই ধারণা, রাজের সঙ্গে স্বস্তিকা নাকি ছবি করতে চলেছেন।  রাজের সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘স্বস্তিকা দত্তের অভিনেত্রী হয়ে ওঠার নেপথ্য কারণ।’ আসলে রাজ্য সরকারের টেলি একাডেমি পুরস্কার অনুষ্ঠানের অংশ ছিলেন স্বস্তিকা। সেখানেই রাজের সঙ্গে ছবিটি তুলেছেন তিনি।

 

রাজের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে প্রথম শুযোগ পেয়েছিলেন স্বস্তিকা। রাজ পরিচালিত এবং ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবিতে অভিনয় করেন স্বস্তিকা। ছবিতে কৌশানী মুখোপাধ্যায়ের বান্ধবীর চরিত্রে দর্শক তাকে দেখেছিলেন। স্বস্তিকা বললেন, ‘আমার নামের পাশে অভিনেত্রী শব্দটা বসানোর জন্য রাজদা অন্যতম কারণ। উনি সুযোগ না দিলে তো অভিনয়ে আসতে পারতাম কি না, সেটাই জানি না। হয়তো আরও সময় লেগে যেত।’

কিন্তু রাজের সঙ্গে ছবি দেখে পরিচালকের সঙ্গে তার নতুন কাজ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এ বিষয় স্বস্তিকা বলেন, ‘বহু দিন পরে রাজ দাদা অনুষ্ঠানে আমাদের পারফরম্যান্স পরিচালনা করলেন। পুরোনো দিনের কাজ নিয়ে কথা হলো। এর বেশি কিছু নয়।’ 

তবে রাজ চাইলেই যে তার ছবিতে অভিনয় করতে তিনি রাজি, সে কথাও স্পষ্ট করলেন স্বস্তিকা।