সবুজ পাতার আভরণে ঋতাভরী চক্রবর্তী
নানা রূপে ক্যামেরার সামনে ধরা দেন ঋতাভরী চক্রবর্তী। এবার সবুজ পাতার আভরণে নিজেকে ঢাকলেন অভিনেত্রী।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: নানা রূপে ক্যামেরার সামনে ধরা দেন ঋতাভরী চক্রবর্তী। এবার সবুজ পাতার আভরণে নিজেকে ঢাকলেন অভিনেত্রী। সেই ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। হাতির মতো মোটা হচ্ছ কেন? চেয়ার ভেঙে যাবে তো! নিজের ভুঁড়িটা দেখেছো! শরীরে একটু মেদ বাড়লেই শুরু হয়ে যায় কটাক্ষ। এই কটাক্ষ শুনতে হয়েছিল ঋতাভরীকেও। অস্ত্রোপচারের পর অভিনেত্রী ওজন বেড়েছিল। তা নিয়ে প্রচুর কুমন্তব্য করা হয়। তবে ঋতাভরী তা মাথা ঘামাবার পাত্রী নন। নিজের শর্তেই বাঁচেন অভিনেত্রী। তাতেই খুঁজে পান শান্তি।