সবুজ পাতার আভরণে ঋতাভরী চক্রবর্তী

নানা রূপে ক্যামেরার সামনে ধরা দেন ঋতাভরী চক্রবর্তী। এবার সবুজ পাতার আভরণে নিজেকে ঢাকলেন অভিনেত্রী।

সবুজ পাতার আভরণে ঋতাভরী চক্রবর্তী

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: নানা রূপে ক্যামেরার সামনে ধরা দেন ঋতাভরী চক্রবর্তী। এবার সবুজ পাতার আভরণে নিজেকে ঢাকলেন অভিনেত্রী। সেই ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। হাতির মতো মোটা হচ্ছ কেন? চেয়ার ভেঙে যাবে তো! নিজের ভুঁড়িটা দেখেছো! শরীরে একটু মেদ বাড়লেই শুরু হয়ে যায় কটাক্ষ। এই কটাক্ষ শুনতে হয়েছিল ঋতাভরীকেও। অস্ত্রোপচারের পর অভিনেত্রী ওজন বেড়েছিল। তা নিয়ে প্রচুর কুমন্তব্য করা হয়। তবে ঋতাভরী তা মাথা ঘামাবার পাত্রী নন। নিজের শর্তেই বাঁচেন অভিনেত্রী। তাতেই খুঁজে পান শান্তি।

সেই শান্তির প্রতীক হিসেবেই ছবিগুলি আপলোড করেছেন তিনি। যা দেখে মুগ্ধ নেটিজেনরা। কেউ অভিনেত্রীকে ‘ন্যাচরাল বিউটি’ বলছেন, কেউ তাঁকে ‘বং ক্যুইন’ আখ্যা দিয়েছেন। আবার কেউ তার এমন কাণ্ডের সমালোচনাও করছেন। বডি শেমিংয়ের বিরুদ্ধে সিনেমার মাধ্যমেও সরব হয়েছেন ঋতাভরী। আগামীতে অরিত্র মুখোপাধ্যায়ের ‘ফাটাফাটি’ সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উইন্ডোজ প্রোডাকশনের এই ছবিতে বাড়তি ওজনের এক মহিলার চরিত্রে অভিনয় করেছেন ঋতাভরী। তার বিপরীতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়।