সাকিব খানের বিপরীতে কে এই ইধিকা পাল!
২০২২ সালে জি-বাংলায় প্রচারিত ধারাবাহিক ‘পিলু’ সিরিয়ালে অভিনয় করেন ইধিকা। এরপর ‘রিমলি’ সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেন।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: 'প্রিয়তমা' শিরোনামের নতুন সিনেমার শুটিংয় শুরু করতে যাচ্ছে সুপারস্টার শাকিব খান। আর এতে তার বিপরীতে দেখা যাবে কলকাতার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পালকে। বিষয়টি সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কয়েকটি বিশ্বস্ত সূত্র । তবে কে এই ইধিকা পাল? কলকাতার ছোট পর্দার সব নায়িকাদের পিছনে ফেলে সোজা শাকিব খানের নায়িকা হওয়ার সুযোগ এল তাঁর ঝুলিতে। চলুন জেনে নেয়া যাক এই অভিনেত্রীর বিস্তারিত। সব ঠিক থাকলে আগামী ৮ মে শাকিব খানের বিপরীতে ক্যামেরার সামনে দাড়াবেন ইধিকা পাল। এ প্রসঙ্গে জানতে সময়ের কণ্ঠস্বরের প্রতিবেদক ইধিকার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে। তিনি বললেন, আমি এ মূহুর্তে এই বিষয়ে কোনো কথা বলছি না। কিছুদিন বাদে এই বিষয়ে কথা বলব।
ইধিকা পালকে মিডিয়ায় পরিচয় করাবেন কবে জানতে চাইলে নির্মাতা হিমেল আশরাফ সময়ের কণ্ঠস্বরকে বলেন, হাতে সময় কম। পরিচয় করানোর আগে শুটিং শেষ করা এখন সবচেয়ে বড় বিষয়। তবে সিনেমা মুক্তির আগে নায়িকাকে নিয়ে প্রেস কনফারেন্স করব।
ওপার বাংলার ছোট পর্দায় সুপরিচিত মুখের মধ্যে অন্যতম ইধিকা পাল। নিজের অভিনয়ের পাশাপাশি নাচেও দুর্দান্ত পারদর্শী এই সুন্দরী। প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার 'কপালকুণ্ডলা'। আর এই ধারাবাহিকে 'পদ্মাবতী'র চরিত্রে অভিনয় করে সকলের মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছিলেন তিনি। এরপর জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক রিমলির প্রধান নায়িকার চরিত্রে তাকে দেখা যায়। এছাড়াও দুটি জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে ইধিকা পাল টলিপাড়ার নামজাদা ফোটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। একসঙ্গে হিমাচলের ছিটকুলে অবকাশ যাপনে গিয়েছিলেন তাঁরা। তবে তারা দুজনই নয়, সঙ্গে আরও বেশ কয়েক জন বন্ধুও ছিল। সত্যিই কি নতুন কোনও বিশেষ সম্পর্ক রয়েছে এই নায়িকার সঙ্গে ফোটোগ্রাফার তথাগত ঘোষের? উত্তরে ইধিকা বলেন, 'আমাদের আপাতত শুধুই বন্ধুত্ব। এখনই এত তাড়াতাড়ি কি কিছু বলা সম্ভব? এর থেকে বেশি এই মুহূর্তে কিছু বলতে চাই না।'
এই নায়িকার সঙ্গে গৌরব রায়চৌধুরীর প্রেমের সম্পর্ক ছিল বলেও ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়। শুটিং সেটে তারা একে অপরকে চোখে হারাতো। যদিও এ প্রসঙ্গে কোনও রকম সম্মতি মেলেনি দু'জনের মধ্যে থেকে। নিজের স্যোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন এই টলি অভিনেত্রী।
অভিনয়ে জীবনে আসার আগে কেকে দাস কলেজ থেকে অ্যাকাউনটেন্সিতে অনার্স নিয়ে পড়াশোনা করেন। পড়াশোনা সম্পন্ন করে এরপর অভিনয় জগতে পা রাখেন তিনি। ইধিকার প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার 'কপালকুণ্ডলা'। আর এই ধারাবাহিকে 'পদ্মাবতী'র চরিত্রে অভিনয় করে সকলের মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছিলেন তিনি। সব ঠিক থাকলে 'প্রিয়তমা' হবে তার প্রথম বড় পর্দার কাজ। আপতত অপেক্ষা 'প্রিয়তমা'র নায়িকা হিসেবে ইধিকার নামের আনুষ্ঠানিক ঘোষণার। এই সিনেমাটি প্রযোজনা করছে ভার্সেটাইল মিডিয়া, যার প্রযোজক আরশাদ আদনান।