সারাদেশে বেড়েছে বখাটেদের উৎপাত: হিন্দু ছাত্র মহাজোট
তারা বলেন, অযাচিত প্রেম প্রস্তাব, ইভটিজিং, রাস্তায় গতিরোধ করে শ্লীলতাহানিসহ নানান অত্যাচারে কিশোরীরা অতিষ্ঠ।
প্রথম নিউজ, অনলাইন: সারাদেশেই ব্যাপকভাবে বখাটেদের উৎপাত বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজিব কুন্ডু তপু। তিনি বলেছেন, অযাচিত প্রেম প্রস্তাব, ইভটিজিং, রাস্তায় গতিরোধ করে শ্লীলতাহানিসহ নানান অত্যাচারে কিশোরীরা অতিষ্ঠ। সামাজিক বিচার না থাকায় এবং যথাযথ বিচার না হওয়ায় অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ না করে মুখ বুজে সহ্য করতে হচ্ছে তাদের।
শুক্রবার (৫ মে) বেলা ১১টায় বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট জাতীয় প্রেস ক্লাবের সামনে নেত্রকোনার বারহাট্টা উপজেলার এসএসসি পরীক্ষার্থী মুক্তি রাণী বর্মনকে হত্যার প্রতিবাদে এবং অভিযুক্ত মো. কাউসার মিয়ার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বক্তব্য রাখেন মহাজোটের নির্বাহী সভাপতি মলয় কুমার রাহুল, সিনিয়র সহ-সভাপতি ইন্দ্ৰজিৎ ঘোষ, মৃত্যুঞ্জয় সরকার, সাধারণ সম্পাদক রনি রাজবংশী হিন্দু মহাজোটের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট প্রদীপ পাল, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের নির্বাহী সভাপতি মিল্টন বিশ্বাস প্রমুখ।