বিয়েতে রাজি না হওয়ায় নারীকে কুপিয়ে হত্যা
বৃহস্পতিবার (৪ মে) রাত ৮টার দিকে উপজেলার পালংখালি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মারজান ওই এলাকার মৃত আলমগীর মেম্বারের মেয়ে ।
প্রথম নিউজ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘরে ঢুকে লুলু আল মারজান (৩৮) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ মে) রাত ৮টার দিকে উপজেলার পালংখালি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মারজান ওই এলাকার মৃত আলমগীর মেম্বারের মেয়ে ।
নিহতের ভাই মো. কলিম উল্লাহ বলেন, ‘চাচাতো ভাই মো. ইউসুফের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। পাশাপাশি ইউসুফ আমার বোন লুলু আল মরজানকে বিয়ের চেষ্টা করে আসছিল। কিন্তু মারজান তার প্রস্তাবে রাজি হয়নি। তাই বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড়িতে ঢুকে ইউসুফ বোনকে কুপিয়ে হত্যা করে।’
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এক নারীকে কুপিয়ে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। হত্যাকারীরা গা-ঢাকা দিয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।