Ad0111

 চলচ্চিত্র শিল্পের বিকাশে সৌদিতে বৈঠক

 চলচ্চিত্র শিল্পের বিকাশে সৌদিতে বৈঠক
চলচ্চিত্র শিল্পের বিকাশে সৌদিতে বৈঠক

প্রথম নিউজ, ডেস্ক : সৌদি আরবের চলচ্চিত্র শিল্পের কিভাবে বিকাশ করা যায় সে বিষয়ে আলোচনার জন্য একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে। এ ব্যাপারে আলোচনার জন্য অডিওভিজ্যুয়াল মিডিয়ার জেনারেল কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এসরা অ্যাসেরি ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের ইএমইএ আঞ্চলিক ডিস্ট্রিবিউশনের ভাইস প্রেসিডেন্ট টবি টেন্যান্ট এবং মাজিদ আল ফুত্তাইমের অবসর, বিনোদন, সিনেমা এবং জীবনধারার আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আল-হাশেমির সঙ্গে দেখা করেছেন।

সৌদির চলচ্চিত্র শিল্পের বিকাশ, চলচ্চিত্র বণ্টন, এবং চলচ্চিত্র নির্মাণে পরিবেশকদের উল্লেখযোগ্য অংশগ্রহণের আলোকে জাতীয় দক্ষতার বিকাশে সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেছেন তারা।

ওই বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা বলেছে, সৌদির চলচ্চিত্র শিল্প গুণগত অগ্রগতির মধ্য দিয়ে যাচ্ছে যা স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে। বিশেষ করে কমিশন লাইসেন্সিং ও রেটিং সহজ এবং দ্রুততর করার বিষয়টিকে উল্লেখ করেন তারা।

সৌদি আরবে চলচ্চিত্র শিল্পের ওপর নিষেধাজ্ঞা উঠেয়ে দেওয়া হয় ২০১৮ সালে। গত তিন বছরে দেশটিতে এক হাজারের বেশি চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। দেশটিতে ৪৫টি সিনেমা হল রয়েছে যেখানে মোট ৪১৮টি পর্দা ও ৪১ হাজার ৯৩৪টি আসন রয়েছে।

ভিশন ২০৩০-এর আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কার শুরু করেছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ইতোমধ্যেই দেশটি থেকে নানা ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া, বিমান চালনাসহ বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

এর আগে হালাল নাইট ক্লাব চালুর ঘোষণা দেয় সৌদি। কিন্তু আইনগত প্রক্রিয়া অনুসরণ না করায় পরবর্তীতে আর তা আলোর মুখ দেখেনি।

আধুনিক সব ব্যবস্থায় নিজেদের কট্টরপন্থি অবস্থা থেকে সরিয়ে আনার চেষ্টায় ব্যস্ত সৌদি। একই সঙ্গে তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে অন্যসব খাতে বাণিজ্য সম্প্রসারণ করে অর্থনীতিকে আরও গতিশীল করতে চান যুবরাজ সালমান।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies & privacy Policy from www.prothom.news